English

20 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

খামারবাড়িতে সালমানের সঙ্গে যেমন কাটল সানভির সময়

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের খামারবাড়ি নিয়ে তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। প্রায়ই সেই খামারবাড়িতে গিয়ে ওঠেন অভিনেত্রীরা। জ্যাকুলিন ফার্নান্দেজ, ইউলিয়া ভন্তুরসহ আরও অনেকেই পেয়েছেন সালমানের আতিথ্য। অতিমারির সময়ে অনেক দিন সেখানে ছিলেনও জ্যাকুলিন। কেমন সেই খামারবাড়ির পরিবেশ, তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। এবার সেই খামারবাড়ির অন্দরমহলের কথা জানালেন কন্নড় অভিনেত্রী কিচ্চা সুদীপের কন্যা সানভি।

সম্প্রতি সালমানের খামারবাড়ীতে সানভি অবস্থান করেছিলেন।

সালমান ও কিচ্চা সুদীপ ২০১৯ সালে ‘দাবাং ৩’ ছবিতে অভিনয় করেছিলেন একসঙ্গে। কিচ্চার কন্যা নাকি সালমান খানের বড় অনুরাগী। সালমানের পানভেলের খামারবাড়িতে টানা তিন দিন থাকার অভিজ্ঞতা ছিল তার। সানভি জানিয়েছেন, প্রতিটা মুহূর্ত সালমান তার সঙ্গে ছিলেন।

‘দাবাং’ ছবির শুটিং চলাকালীন একদিন সালমান খানের বাড়িতে নৈশভোজ খেতে গিয়েছিলেন কিচ্চা সুদীপ ও তাঁর কন্যা সানভি। সেখানে গিয়েই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকেও খুব ভালো লেগেছিল ওর (সালমান খান)। আমাকে গান গাইতে বলেছিলেন। আমি ওর জন্য গান গেয়েছিলাম। রাত ৩টার সময়ে তিনি একজন সংগীত পরিচালককে ফোন করে বলেছিলেন, ‘আমি একটা মেয়েকে পাঠাচ্ছি। আমি চাই তুমি ওর একটা গান রেকর্ড করো। ওর গান রেকর্ড করে রেখে দাও। যদি ভবিষ্যতে আমাদের কাজে লাগে’।

সানভি আরও বলেন, তার পর তিনি ফের আমাকে একদিন খামারবাড়িতে ডাকেন। সকাল থেকে রাত পর্যন্ত ওর সঙ্গেই আমি থাকতাম। আমাকে কোথাও যেতে দিতেন না। আমাকে ওর সঙ্গে শরীরচর্চা কেন্দ্রে নিয়ে যেতেন। আবার কখনো একসঙ্গে সাঁতার কাটতে যেতাম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i8n4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন