English

26.8 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
- Advertisement -

অভিনেত্রী শিরিন জাহান আঁখি মারা গেছেন

- Advertisements -

এ কে আজাদ: একসময়ের চলচ্চিত্রের শিশুশিল্পী-অভিনেত্রী শিরিন জাহান আঁখি, গতরাত সাড়ে বারোটায় পূর্ব রাজাবাজার ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তাঁর মামা চলচ্চিত্র প্রযোজক-প্রদর্শক মঞ্জুর এলাহী। তিনি বলেন- গতরাতে ঢাকার পূর্ব রাজাবাজারস্থ নিজ বাসায়, সে হৃদরোগে আক্রান্ত হয়। হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়।

শিরিন জাহান আঁখি ১৯৭২ সালের ৪ ডিসেম্বর, ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সিরাজুল ইসলাম ভুঁইয়া (প্রয়াত) গীতিকার-পরিচালক, মা জাহানারা ভূঁইয়া (বহুদিন অসুস্থ, আমেরিকায় চিকিৎসাধীন) একজন অভিনেত্রী-গীতিকার-পরিচালক । তাঁর বড় চাচা সফদার আলী ভূঁইয়া ছিলেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক-পরিচালক।

তাঁর বড় মামা চিত্রপরিচালক আজীজ আহমেদ বাবুল (প্রয়াত), আর এক মামা মঞ্জুর এলাহি চলচ্চিত্র প্রদর্শক-প্রযোজক। প্রয়াত আখিঁর স্বামী আনোয়ার উজ্জামান আনোয়ার (সাবেক ৪০ নং ওয়ার্ড কমিশনার), তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শিরিন জাহান আঁখি এক সময় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রসমূহ- প্রেমনগর, গলি থেকে রাজপথ, শমসের, গীত, মহান, ভাগ্যলিপি, অভাগী ও রঙীন রূপবান অন্যতম।

আজ বাদ আসর পূর্ব রাজাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমা শিরিন জাহান আঁখির জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ibgt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন