হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে তাকে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
রবিবার তাকে একটি বিস্ফোরক মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ ছাড়া এ মামলায় মামুনুল হককে আদালত গ্রেপ্তার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ibyh