English

32.1 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

মহাস্থানে আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর শ্বশুর ও পুত্রবধূ হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে চাঞ্চল্যকর শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধে হত্যার অন্যতম আসামী জিয়ারুল মোল্লাকে মহাস্থানে আত্মগোপনে থাকা অবস্থায় প্রযুক্তির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব-১২), ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) এর বগুড়ার একটি চৌকস আভিযানিক দল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ জিয়ারুল মোল্লা (৩৫)-কে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, জেলার দুপচাঁচিয়ার লক্ষ্মীমণ্ডপ গ্রামে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিন (৭০) ও তার সৌদি প্রবাসী পুত্র শাহজাহানের স্ত্রী রিভা আক্তার (৩৫)সহ বসবাস করেন।

গত (৮জুলাই) মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পূর্বপরিকল্পিত ১১ জন ডাকাত সদস্য মিলে প্রাচীর টপকে বাড়িতে ঢোকেন। তারা প্রথমে আফতাব উদ্দিন মাস্টারের হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে একই ভাবে তার পুত্রবধূ রিভা আক্তারকে হাত-পা বেঁধে হত্যা করে। এরপর ঘরের ভেতর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে ভোরের আলো ফোটার আগেই তারা পালিয়ে যায়। ঘটনার পর আফতাব উদ্দিনের মেয়ে তহমিনা বিবি বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের জেলা ডিবিকে দায়িত্ব দেওয়া হয়।

মামলার তদন্তে র‌্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন, মামলার সন্দেহভাজন আসামি জিয়ারুল মোল্লা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়া এক ইউপি সদস্যের বাড়ীর পাশে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। মহাস্থানে ডাকাত জিয়ারুল মোল্লা’র কয়েক দিনে চলাফেরায় স্থানীয়দের কাছে সন্দেহের সৃষ্টি হয়। সে হাতে ব্যান্ডেস নিয়ে চলাফেরা করত। অনেকেই জিজ্ঞেস করলে বলতো সে একজন ড্রাইভার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

এদিকে জোড়া খুনী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য জিয়ারুল মোল্লা (৩৫)-কে গ্রেপ্তার করতে গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেল থেকে মহাস্থান এলাকায় ছদ্মবেশে ঘোরাঘুরি করে যৌথবাহিনি। একপর্যায়ে ডাকাত জিয়ারুলের অবস্থান নিশ্চিত করে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহাস্থান দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়ারুল মোল্লা কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের মৃত রহেদ উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, দেশের মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি, খু/ন, অপহরণ ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ifv5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন