ইন্টারকন্টিনেন্টাল কাপের রোমাঞ্চকর ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা জয় করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ঐতিহাসিক জয়ে পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ অতিমানবীয় পারফরম্যান্স প্রদর্শন করে ম্যাচের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।
পেনাল্টি শুটআউটে প্রতিপক্ষের চারটি শক্তিশালী শট রুখে দিয়ে তিনি দলকে চ্যাম্পিয়ন করার গৌরব এনে দেন। তবে জয়ের এই আনন্দের মাঝেই পিএসজি শিবিরে দুশ্চিন্তার খবর হয়ে এসেছে সাফোনভের চোট। টাইব্রেকারে শটগুলো ঠেকানোর সময় গোলপোস্টের নিচে তার বাঁ হাত ভেঙে গেছে বলে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পিএসজির কোচ লুইস এনরিকের স্কোয়াড রোটেশন পলিসির কারণে ফাইনালে নিয়মিত গোলরক্ষক লুকাস শেভালিয়েরের পরিবর্তে সাফোনভকে সুযোগ দেওয়া হয়েছিল। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা এই গোলরক্ষক টাইব্রেকারে নিজের সামর্থ্যের সর্বোচ্চ প্রমাণ দেন।
ক্লাব সূত্র জানিয়েছে, পেনাল্টি শুটআউটের চরম উত্তেজনার মুহূর্তেই সাফোনভের বাঁ হাতে ফ্র্যাকচার বা হাড় ফাটল ধরেছিল। তবে সেই সময় অ্যাড্রেনালিন হরমোনের তীব্র প্রবাহের কারণে তিনি ব্যথার বিষয়টি বুঝতে পারেননি এবং খেলা চালিয়ে যান। ম্যাচ পরবর্তী ডাক্তারি পরীক্ষায় তাঁর হাতের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিতভাবে ধরা পড়ে।
সাফোনভের শারীরিক অবস্থা নিয়ে পিএসজি একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে যে, আগামী তিন থেকে চার সপ্তাহ পর তার পুনরায় মেডিকেল পরীক্ষা করা হবে এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই তার মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে আসন্ন কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে সাফোনভকে ছাড়াই মাঠে নামতে হবে প্যারিসের ক্লাবটিকে। আজ শনিবার ফরাসি কাপের ম্যাচে পিএসজি যখন পঞ্চম বিভাগের ক্লাব ভঁদে ফঁতেনের মুখোমুখি হবে, তখন সাফোনভ থাকছেন দর্শক সারিতেই।
শিরোপা জয়ের নায়ককে ছাড়াই বছরের শুরুটা করতে হবে লুইস এনরিকের শিষ্যদের। আগামী ৪ জানুয়ারি লিগ ওয়ানে প্যারিস এফসির বিপক্ষে ম্যাচ এবং ৮ জানুয়ারি ফরাসি সুপার কাপের মেগা ফাইনালে মার্সেইয়ের মুখোমুখি হবে পিএসজি।
সাফোনভের সুস্থ হতে যে সময় লাগবে, তাতে এই হাইভোল্টেজ ম্যাচগুলোতে তার অংশ নেওয়া নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে সাফোনভের উন্নত চিকিৎসা চলছে এবং পিএসজি সমর্থকরা এই ‘পেনাল্টি বিশেষজ্ঞ’ গোলরক্ষকের দ্রুত আরোগ্য কামনা করছেন।
