English

25 C
Dhaka
শনিবার, নভেম্বর ১, ২০২৫
- Advertisement -

ইন্দোনেশিয়ায় ৯৮৯ মিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা

- Advertisements -

ইন্দোনেশিয়া প্রায় ১৬.২৩ ট্রিলিয়ন রুপিয়াহ (৯৮৯ মিলিয়ন ডলার) মূল্যের একটি নতুন অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজে রয়েছে খাদ্য সহায়তা, অবকাঠামো উন্নয়নে অস্থায়ী কর্মসংস্থান, কর ও বিমা সুবিধা, বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য ইন্টার্নশিপ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা।

অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো সোমবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, প্রণোদনা প্যাকেজগুলো ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে কার্যকর হবে এবং কিছু সুবিধা ২০২৬ সাল পর্যন্ত বহাল থাকবে।

তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে সরকার চলতি বছর ৫.২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে পৌঁছানোর আশা করছে। সরকার চতুর্থ প্রান্তিকে ১৮.৩ মিলিয়ন পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করবে। এছাড়া সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ‘ক্যাশ ফর ওয়ার্ক’ কর্মসূচির আওতায় ৬ লাখেরও বেশি মানুষকে কাজে যুক্ত করা হবে। এ কর্মসূচিতে মূলত গ্রামীণ এলাকার মানুষদের সড়ক ও সেতু নির্মাণের মতো অবকাঠামো প্রকল্পে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ দেওয়া হবে।

তিনি আরো জানান, প্রণোদনা প্যাকেজের আওতায় পর্যটন খাতের কর্মীদের জন্য ব্যক্তিগত আয়কর প্রত্যাহার করা হয়েছে।
রাইডশেয়ার মোটরসাইকেল চালক এবং ট্রাক চালকদের জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনা বিমার প্রিমিয়ামে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ সুবিধা ২০২৬ সাল পর্যন্ত বহাল থাকবে। ক্ষুদ্র ব্যবসার আয়কর আগামী বছর থেকে টার্নওভারের ১ শতাংশে উন্নীত হওয়ার কথা থাকলেও সরকার ঘোষণা করেছে, বর্তমান ০.৫ শতাংশ হার ২০২৯ সাল পর্যন্ত বজায় রাখা হবে। এছাড়া ২০ হাজার বিশ্ববিদ্যালয়ে স্নাতকের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ কর্মসূচি চালু করা হবে।

সরকার ২০২৬ সালে আখ, কফি, কোকো, কাজুবাদাম, জায়ফল ও নারিকেলসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্য ৮ লাখ ৭০ হাজার হেক্টর জমিতে পুনরোপণ কর্মসূচি শুরু হবে। সরকার আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ১৬ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বছর শেষে ভ্রমণকারীদের জন্য বিমান ভাড়ায় ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো।

অর্থমন্ত্রী পুরবায়া ইউধি সাদেও জানান, নতুন প্রণোদনা বাজেট ঘাটতির ওপর কোনো প্রভাব ফেলবে না। ২০২৫ সালের বাজেট ঘাটতির সর্বশেষ পূর্বাভাস জিডিপির ২.৭৮ শতাংশ।

গৃহায়নমন্ত্রী মারুয়ারার সিরাইট জানান, সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ১৩০ ট্রিলিয়ন রুপিয়াহ ঋণ বিতরণ করবে।

যা নির্দিষ্ট সম্পত্তি উন্নয়নকারী এবং ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণে সহায়তা করবে। সরকার এসব ঋণের বার্ষিক সুদের ৫ শতাংশ বহন করবে।

প্রাবোও প্রশাসন প্রতিবছর ৩০ লাখ সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ও নতুন কর্মসংস্থান তৈরিই এই প্রণোদনা প্যাকেজের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d63d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন