English

24 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪
- Advertisement -

তিন যুগে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে আর্জেন্টিনা

- Advertisements -

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ১৯৯১ সালের পর এত বেশি মাত্রার মুদ্রাস্ফীতি দেখেনি এ দেশ। দেশটির সর্বশেষ ভোক্তা মূল্যসূচকে এসব তথ্য উঠে আসে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড সেন্সাস (আইএনডিইসি) মঙ্গলবার (১৪ মার্চ) ফেব্রুয়ারি মাসের একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আর্জেন্টিনার বার্ষিক মূল্যস্ফীতি ১০২ দশমিক ৫ শতাংশ চিহ্নিত হয়েছে। গত কয়েক দশক ধরে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় আইএনডিইসি।

Advertisements

সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, শুধু চলতি বছরের ফেব্রুয়ারিতেই মূল্যস্ফীতি বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশটির খাদ্য ও পানীয়পণ্যের ওপর। দেশটির খাদ্যসংক্রান্ত খরচ ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির জন্য ডিম, মাংস ও দুগ্ধজাতপণ্যের অত্যাধিক দামবৃদ্ধিকে দায়ী করছে আইএনডিইসি।

এদিকে, গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা ও উত্তর কোরিয়েন্তেস প্রদেশে ভয়ংকর দাবানলে কৃষিজমির ক্ষতি এ মূল্যস্ফীতি উসকে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পাশাপাশি ভুট্টা, গম ও সয়াবিনের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ আর্জেন্টিনা। কিন্তু পাম্পাস নামে পরিচিত উর্বর তৃণভূমিতে কৃষিকাজ ব্যাহত হওয়ায় জাতীয় পর্যায়ে শস্য উৎপাদনের পরিমাণ ব্যাপকভাবে কমে গেছে।

স্থানীয় শিল্প বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রত্যাশিত কৃষি ফলন এতটাই কমেছে, যা চলতি শতকের সর্বনিম্ন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অত্যাধিক তাপমাত্রার ফলে ২০২২ সালের মে থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে আর্জেন্টিনার কৃষি।

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আর্জেন্টিনা। কিন্তু গত শতাব্দী থেকেই দেশটি ব্যাপক অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৮০’র দশকে সৃষ্ট ঋণসংকটের ফলে আর্জেন্টিনায় চরম ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি দেখা দিয়েছিল। তবে এ সংকট সবচেয়ে বেশি ঘনীভূত হয় ১৯৮৯ সালে। ক্ষেত্রবিশেষে সেসময় দেশটির মূল্যস্ফীতি তিন হাজার শতাংশ বৃদ্ধি পায়।

Advertisements

এ সংকটের পাশাপাশি আর্জেন্টিনাকে ক্রমবর্ধমান আন্তর্জাতিক ঋণের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। ২০১৮ সালে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৫ হাজার ৭০০ কোটি ডলারের ঋণ নেয়, যা খোদ আইএমএফের ইতিহাসেও সবচেয়ে বড় ঋণ প্যাকেজ।

কিন্তু ২০১৮ সাল থেকে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি বাড়তে থাকে ও দেশটি তার ঋণ পরিশোধ পরিকল্পনার সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে শুরু করে। ২০১৮ সালের ঋণ পরিশোধ পরিকল্পনা প্রতিস্থাপনের জন্য ২০২২ সালে আইএমএফর সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি ডলারের ঋণচুক্তি করে দেশটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বাসিন্দা আইরিন দেবিতা বলেন, আমাদের আর কিছুই নেই। চলার মতো পর্যাপ্ত টাকা নেই। জীবনধারণের জন্য ন্যূণতম প্রয়োজনীয় খাদ্যপণ্য ও অন্যান্য জিনিসপত্র কিনতেও হিমশিম খাচ্ছি।

প্যাট্রিসিয়া কুইরোগা নামের আরেক ব্যক্তি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজনীতিবিদদের ব্যর্থতায় আমরা হতাশ। মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। এসব দেখতে দেখতে আমরা ক্লান্ত পড়েছি।

চলতি বছরের অক্টোবরে আর্জেন্টিনায় প্রেসিডেন্ট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে চলমান অর্থনৈতিক সংকট নিরসনের বিষয়টি নিশ্চিত করতে পারলে ওই নির্বাচনে জয়লাভ করাটা দেশটির যেকোনো রাজনৈতিক দলের জন্য সহজ হতে পারে বলে মনে করছেন অনেকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন