English

33 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

তীব্র গরমে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে ছুটি বাড়লো ১১ দিন

- Advertisements -
Advertisements

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সব স্কুলে আগামী ২৬ জুন পর্যন্ত ছুটি থাকবে। সোমবার (১৩ জুন) রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে।

Advertisements

সম্প্রতি তীব্র গরম ও আর্দ্রতাজনিত কারণে রাজ্যে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলোকেও ছুটি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্য সরকার স্কুলগুলোতে ৪৫ দিনের ছুটি ঘোষণা করে, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বুধবার (১৫ জুন)।

জানা যায়, গত রোববার পানিহাটিতে দই-চিড়ার মেলায় তীব্র গরমে তিনজন প্রাণ হারান। অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে। এর পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিশুদের কথা চিন্তা করে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে স্কুলের ছুটি বাড়ানোর ঘোষণা দিলো শিক্ষা দপ্তর।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন