English

29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
- Advertisement -

দক্ষিণ কোরিয়ার সাথে করা সামরিক চুক্তি পুরোপুরি বাতিল করল উত্তর কোরিয়া

- Advertisements -

দক্ষিণ কোরিয়ার সাথে করা পাঁচ বছরের পুরনো সামরিক চুক্তি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেল উত্তর কোরিয়া। মঙ্গলবার সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উড্ডয়নের পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এই ঘোষণা আসল। ফলে কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।

Advertisements

এই চুক্তির শর্ত মানা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি জানিয়েছে, তারা ফের সীমান্ত এলাকায় নজদারি বিমান মোতায়েন করবে।

চুক্তি থেকে সরে আসা পিয়ংইয়ং এবার দক্ষিণ কোরিয়া সীমান্তে ভারী অস্ত্র ও শক্তিশালী সেনা দল পাঠাবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে আমাদের সেনারা আর সেপ্টেম্বর ১৯ উত্তর-দক্ষিণ সামরিক চুক্তির অধীনে বাঁধা নয়।

এছাড়াও সামরিক সংঘাত এড়াতে আকাশ ও সমুদ্রপথে নেওয়া সব পদক্ষেপও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কিম জং উনের দেশ। সাথে তারা বলেছে, এবার সীমান্তে নতুন ধরনের সমরাস্ত্রের পাশাপাশি শক্তিশালী সেনাদল পাঠাবে।

Advertisements

মঙ্গলবার মালিগিয়ং-১ নামের গোয়েন্দা স্যাটেলাইটটি মহাকাশে পাঠায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়ার এই স্যাটেলাইটটি কক্ষপথে প্রবেশ করেছে।

স্যাটেলাইট উড্ডয়নের নিন্দা জানিয়ে সীমান্তে নজরদারি কার্যক্রম ফের শুরু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সেনা চৌকিতে নজরদারি করতে পারবে সিউল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন