English

26.6 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

পাকিস্তানে থাকা দাউদ ইব্রাহিমকে ধরতে দুবাইয়ে ভারতের বিশেষ টিম!

- Advertisements -

পাকিস্তানে লুকিয়ে থাকা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুবাইয়ে পাঁচ সদস্যের তদন্তকারী দলকে পাঠিয়েছে ভারতের সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

গতকাল শনিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সদস্যের তদন্তকারী দলটি দুবাইয়ের স্থানীয় প্রশাসনের সাথে দাউদ ইব্রাহিম ও ডি কোম্পানি সম্পর্কে বলবে। এ ধরনের জঙ্গি ও সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করবে, যারা দুবাই থেকেই ভারত বিরোধী কার্যকলাপে নিয়োজিত রয়েছে।

এনআইএ সদর দফতরের সোর্স অফিসারের মতে, কোন কোন অফিসার দুবাই গিয়েছেন, তাদের নাম প্রকাশ করা যাবে না। তবে এটা নিশ্চিত যে ডি কোম্পানির বিরুদ্ধে নথিভুক্ত মামলার তদন্ত করার পরে, অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ হয়েছে। এরপর অনেক আসামির বক্তব্য রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই মামলায় অনেক আসামিকে গ্রেফতার করা হলেও পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে তদন্তকারী সংস্থা বিদেশি তদন্তকারী সংস্থার সাহায্যও নিতে পারে, যার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ দাউদ ইব্রাহিম ও অন্যান্য অনেক অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ আইনের (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) মামলা নথিভুক্ত করেছে। তদন্তকারী সংস্থা এনআইএর দল ডন দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে। আগামী দিনে এর সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধেও বড় পদক্ষেপ নিতে চলেছে।

এনআইএ সূত্রে জানা গেছে, মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম গত কয়েক বছর ধরে পাকিস্তানে লুকিয়ে ছিল। সেখান থেকে দাউদ ইব্রাহিম ও তার আন্ডারওয়ার্ল্ড কোম্পানি সন্ত্রাসবাদ ও মাদক ব্যবসায় জড়িত এবং ভারতবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। তাই বিষয়টির গুরুত্বের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশ জারি করে, এই বিষয়টির তদন্ত এনআইএর কাছে হস্তান্তর করা হয়েছিল। মুম্বাই হামলা সংক্রান্ত মামলার তদন্তও সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির (সিবিআই) কাছে নথিভুক্ত। এই মামলায় এখন পর্যন্ত মুম্বাই সহ অনেক জায়গা থেকে অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অবৈধভাবে অর্জিত সম্পত্তি সংযুক্ত করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cadl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন