English

37 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

পোপ বললেন, ‘যাজক-নানরাও পর্ন দেখেন’

- Advertisements -

পর্নোগ্রাফির বিপদ সম্পর্কে সাবধান করে দিলেন পোপ ফ্রান্সিস। তিনি স্বীকার করে নিলেন, যাজক ও নানরাও পর্নোগ্রাফি দেখেন।

ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে ৮৬ বছর বয়সি পোপ বলেন, পর্নোগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে…এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন।

তিনি বলেন, শয়তান ওই পথ ধরেই প্রবেশ করে।

Advertisements

অনলাইন পর্নোগ্রাফি নিয়ে সাবধান করে দিয়ে পোপ বলেন, এই প্রলোভন তাদের হৃদয়কে দুর্বল করে দেয়।

পোপ ফ্রান্সিস বলেন, ডিজিটাল পর্নোগ্রাফির প্রলোভন আছে, যদি তা দেখা দরকার বলে আপনারা মনে করেন, তাহলে মনে করিয়ে দেব, একাজ নীতিবহির্ভূত। এ মোটেই পূণ্যের কাজ নয়। যাজক ও নানদের মধ্যেও এ ধরনের ছবি দেখার প্রবণতা তৈরি হয়েছে।

তিনি সাবধান করে দিয়ে বলেন, আমি শিশুদের ওপর অত্যাচারের কথা বলছি না, আমি সাধারণ পর্নোগ্রাফির কথা বলছি।

ফোন থেকে ডিলিট

Advertisements

পোপ জানান, তার মোবাইল ফোন নেই, তিনি কখনো ব্যবহারও করেননি। তিনি বলেন, অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে।

পোপ বলেন, পবিত্র হৃদয় হলো, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নোগ্রাফিকে গ্রহণ করে না।

তার প্রস্তাব, মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট করে দেওয়া উচিত। তাহলে প্রলোভনের ফাঁদে পড়তে হবে না।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন