English

35 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

ফিলিপাইনে টিকা ছাড়া বাড়ির বাইরে বের হলেই করা হতে পারে আটক!

- Advertisements -

সম্প্রতি ফিলিপাইনে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার দেশটিতে ১৭ হাজার ২২০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বরের পর দেশটিতে এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণ।

Advertisements

এমন পরিস্থিতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, যারা করোনার টিকা নেয়নি তারা বাড়িতে অন্তরীণ থাকার সরকারি নির্দেশ অমান্য করলে গ্রেফতার করা হবে।

বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুতের্তে জানিয়েছেন, যারা টিকা নেয়নি তাদের ওপর নজর রাখতে স্থানীয় নেতাদের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন। এই মানুষগুলো যেন বাড়িতে অন্তরীণ থাকে তা নিশ্চিত করতে হবে তাদেরকে।

Advertisements

তিনি বলেছেন, ‘সে যদি প্রত্যাখ্যান করে, যদি বাড়ির বাইরে বের হয় এবং এলাকায় ঘোরাফেরা করে তাহলে তাকে আটকাতে হবে। সে যদি তাতে বাধা দেয় তাহলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে।’

দুতের্তে বলেন, ‘ফিলিপাইনের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমি দায়বদ্ধ।’ যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে মামলার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন