English

34 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
- Advertisement -

বিপিন রাওয়াতের কপ্টারের বেঁচে যাওয়া একমাত্র আরোহীও মারা গেলেন

- Advertisements -

সাত দিনের লড়াই শেষে মারা গেলেন বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার থেকে একমাত্র জীবিত উদ্ধার হওয়া ক্যাপ্টেন বরুণ সিং। বেঙ্গালুরুর সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisements

গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটনের  উদ্দেশে যাত্রা করেছিল এমআই-১৭, ভি-৫ হেলিকপ্টারটি। যাত্রী হিসেবে ছিলেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকাসহ মোট ১৪ জন। দুপুর ১২টা ৪০ নাগাদ নীলগিরির একটি চা বাগানের ওপর আচমকাই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এরপর তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় সবার মৃত্যু হলেও বেঁচে ছিলেন বরুণ সিং। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

Advertisements

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত আরোহী বরুণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তামিলনাড়ুর ‍কুন্নুরে ওই হেলিকপ্টার দুর্ঘটনায় মোট ১৪ জন আরোহী ছিলেন। তার মধ্যে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বরুণ সিংকে। তবে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন