English

24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

যুক্তরাষ্ট্রে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, ১০ জনের মৃত্যু

- Advertisements -

একদিকে প্রবল ঠান্ডা, অন্যদিকে তুষারঝড়ের দাপট। এর মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবাও। এতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস, অস্টিন, আরকানসাস,ওকলাহোমায় ঠাণ্ডার কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।

টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিদ্যুৎ নেই। ফলে সেখানে বসবাসকারী মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। এদিকে বরফে ঢেকে গেছে বিদ্যুতের লাইন। ভয়াবহ তীব্র তুষার ঝড় দেখেছে এই অঞ্চলগুলোর মানুষ।

এদিকে আবার নতুন একটি তুষার ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে টেক্সাসে তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে তিন লাখ ৬০ হাজার গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ নেই। এর মধ্যে শুধুমাত্র অস্টিনেই দেড় লাখ মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই গত দুইদিন ধরে।

স্থানীয় সময় বুধবার ঝড় শুরু হওয়ার পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্থানীয়রা তাদের বাড়িতে হিটার চালাতে পারছে না। তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। রাস্তাঘাটেও বরফ জমে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা দ্রুত ঠিক করা হচ্ছে না। তবে প্রশাসন জানিয়েছে, প্রবল ঠাণ্ডায় বরফ সরিয়ে কাজ করতে সময় লাগছে। ধারণা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ঠিক হয়ে যাবে।

কিন্তু আবহাওয়াবিদদের নতুন পূর্বাভাস চিন্তায় ফেলেছে প্রশাসনকে। বাইডেন সরকার ইতিমধ্যেই টেক্সাসে অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন