English

26.5 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
- Advertisement -

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

- Advertisements -

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে ‘খুব গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।’

তিনি আরও জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন।

জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের আজ এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো একটা আলোচনা হয়েছে।’

এরপর ট্রাম্প শুক্রবারের বৈঠকের আগে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘আমাদের দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হবে। কারণ প্রথমটি হলে আমি খুঁজে বের করব আমরা কোথায় আছি এবং আমরা কী করছি।’

এদিকে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেছেন, ‘আমেরিকা আমাদের সমর্থন করতে প্রস্তুত।’

তিনি ট্রাম্পকে বলেছেন যে পুতিন নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে ‘ধাপ্পাবাজি’ করছেন এবং সমগ্র ইউক্রেন দখল করতে চান।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ‘অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা। তবে রাশিয়া যদি রাজি না হয়, তাহলে ইউক্রেনের মিত্রদের উচিত তার উপর চাপ বৃদ্ধি করা।’

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8b1g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন