English

31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

- Advertisements -

ইসরায়েলের সামরিক বাহিনী আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে তা প্রতিহত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

সিরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিয়েছে, রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।

Advertisements

সানা জানায়, বৃহস্পতিবার সকালের দিকে লেবাননের আকাশীমা ব্যবহার করে দখলদার ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

রাজধানী দামেস্ক থেকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শব্দ শোনা যায় এবং সিরিয়ার গণমাধ্যমে সে ভিডিও প্রকাশ করা হয়েছে।

Advertisements

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েলিদের হামলায় সিরিয়ার চারজন সেনা আহত হয়েছেন। এছাড়া, কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, লেবাননের আল-মানার টেলিভিশন জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের একটি যুদ্ধবিমানকে বাধা দেয়।

সিরিয়া ও ইসরায়েল কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। গত কয়েক বছর ধরে ইসরায়েল প্রায় নিয়মিত সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন