English

37 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

টুইটারে ইমরানের ‘সমাবেশে’ বিশ্বরেকর্ড!

- Advertisements -

ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের একটি স্পেস সেশনে তার বক্তব্য শুনতে যোগ দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় পাঁচ লাখ মানুষ। অপেক্ষাকৃত নতুন এই ফিচারটিতে একসঙ্গে এত গ্রাহক আগে কখনোই দেখেনি টুইটার। খবর জিও নিউজের।

গত বুধবার (২০ এপ্রিল) ঘনিষ্ঠ সহযোগী ড. আরসালান খালিদ, জিবরান ইলিয়াস ও মইজ উর রেহমানের উপস্থাপনায় টুইটার স্পেসে অংশ নেন ইমরান খান। সঙ্গে সঙ্গে সেশনটিতে তার সমর্থকদের ঢল নামতে শুরু করে। সোশ্যাল মিডিয়া পরামর্শক ও শিল্প বিশ্লেষক ম্যাট নাভারা এ ঘটনার সাক্ষী।

Advertisements

ইমরানের ‘ভার্চুয়াল জলসা’র কিছু স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন নাভারা। এর একটিতে দেখা যায়, সেশনটিতে একসঙ্গে ১ লাখ ৬৪ হাজার মানুষ সরাসরি অংশ নিয়েছেন। এটি টুইটার স্পেসের রেকর্ড কি না তা জানতে চেয়েছিলেন তিনি।

পরে আরও একটি স্ক্রিনশট শেয়ার করেছেন নাভারা, এতে ইমরান খানের অনলাইন সমাবেশে মোট ৪ লাখ ৭৪ হাজার মানুষ অংশ নিয়েছিলেন দেখা গেছে।

Advertisements

সেশনের অন্যতম উপস্থাপক জিবরান ইলিয়াস এ ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তারা অনুষ্ঠানের আগেই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যেন অংশগ্রহণকারীদের সীমা বাড়িয়ে দেওয়া হয়। নাহলে ইমরান খান যোগ দেওয়ার আগেই সাইট ক্র্যাশ করতো বলে মন্তব্য করেছেন তিনি।

জিবরানের ভাষ্যমতে, টুইটার স্পেসে একসঙ্গে সবচেয়ে বেশি লোক অংশ নেওয়ার রেকর্ড ছিল ৫৭ হাজার। ইমরান খান এক লাখের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

পাকিস্তানি সিনেটর ফয়সাল জাভেদ খানও টুইটারে লিখেছেন, ‘চালুর পর থেকে সবচেয়ে বেশি শোনা স্পেসের রেকর্ড গড়েছে ইমরান খানের সেশনটি’।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন