English

28 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

ফ্রান্সের সজাগ থাকা উচিত ছিল: মরিসন

- Advertisements -

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চুক্তি ভঙ্গের প্রস্তুতির বিষয়ে ফ্রান্সের সজাগ থাকা উচিত ছিল। ফ্রান্সকে অস্ট্রেলিয়া মিথ্যা বলেনি বলেও দাবি করেন তিনি।

গতকাল স্থানীয় সময় রবিবার স্কট মরিসন বলেছেন, ফ্রান্সের হতাশা বুঝতে পারছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার অবস্থান নিয়ে সবসময়ই স্পষ্ট ছিলেন বলেও দাবি করেন।

Advertisements

স্কট মরিসন বলেন, আমাদের গভীর ও তীব্র উদ্বেগের কথা ফ্রান্স সরকারের জানা উচিত ছিল।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বিশেষ নিরাপত্তা স্বাক্ষর করতে গিয়ে ফ্রান্সের সঙ্গে শত শত কোটি ডলারের ক্রয় চুক্তি বাতিলের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছেন স্কট মরিসন।

Advertisements

জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তির আওতায় প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া।

নতুন এই চুক্তির ফলে তাদের বাতিল করতে হয়েছে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি। ফ্রান্সের অভিযোগ, নতুন চুক্তির ফলে মিত্রদের মধ্যে মারাত্মক সঙ্কট তৈরি হচ্ছে।

প্রতিবাদ হিসেবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে রাষ্টদূত প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন