English

31 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
- Advertisement -

ভারতের উত্তরাখণ্ডে বাবার শেষ ইচ্ছা পূরণে ঈদগাহে জমি দিল হিন্দু দুই বোন

- Advertisements -

বাবার শেষ ইচ্ছা পূরণ করতে ঈদগাহ সম্প্রসারণের জন্য জমি দান করেছেন হিন্দু ধর্মাবলম্বী দুই বোন। তাদের দেওয়া চার বিঘা জমির দাম দেড় কোটি রুপি। ভারতের উত্তরাখণ্ডের কাশিপুরে ঘটনাটি ঘটেছে।

ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক অশান্তির বিচ্ছিন্ন খবরের মধ্যেই তাদের এই মহান সিদ্ধান্ত বেশ প্রশংসা কুড়িয়েছে।

Advertisements

ওই নারীরা চান, তাদের দেওয়া জমিতে ঈদগাহ সম্প্রসারণ করে ঈদের নামাজ পড়ুক মুসলিম সম্প্রদায়ের লোকজন।

জমি দেওয়া দুই বোনের বাবা ব্রজনন্দ প্রসাদ রাস্তোগি প্রায় ২০ বছর আগে মারা গেছেন। বেঁচে থাকতে কাছের মানুষদের ব্রজনন্দ জানিয়েছিলেন, নিজের চাষের জমি থেকে চার বিঘা জমি ঈদগাহ সম্প্রসারণের জন্য দিতে চান।

Advertisements

তবে নিজের সন্তানদের কাছে সেই ইচ্ছার কথা জানানোর আগেই ২০০৩ সালের জানুয়ারিতে মারা যান তিনি। এদিকে তার দুই মেয়ে সরোজ এবং অনিতা দিল্লি ও মেরুতে বসবাস করেন। সম্প্রতি বাবার শেষ ইচ্ছার কথা জানতে পারেন তারা।

এরপর কাশিপুরে বসবাসরত ভাই রাকেশ রাস্তোগির সঙ্গে তারা যোগাযোগ করেন। ভাই রাকেশ বলেন, ‘বাবার শেষ ইচ্ছা পূরণ করা আমাদের দায়িত্ব। আমার বোনেরা এমন কিছু করেছে, যাতে আমার বাবার আত্মা শান্তি পায়। ‘

ঈদগাহ কমিটির লোক হাসিন খান বলেছেন, ওই দুই বোন সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত উদাহরণ। ঈদগাহ কমিটি তাদের এই সদয় আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দুই বোন শিগগিরই তাদের কাজের জন্য সম্মানিত হবেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন