English

35 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
- Advertisement -

রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার অভিযোগে ৮৩৭ জনকে জরিমানা

- Advertisements -
Advertisements
Advertisements

করোনাবিধি লঙ্ঘন করে রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার অভিযোগে ৮৩৭ জনকে জরিমানা করেছে কলকাতা পুলিশ। বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়, একইসঙ্গে আরও অন্তত ৯২৯ জনের নামে মামলা হয়েছে।
জানা গেছে, দুর্গাপূজা কাটতেই ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। পূজার ভিড়ের কারণে সেখানে করোনার প্রভাব বেড়েছে ২৫ শতাংশ । তাই কলকাতা করপোরেশন ও পুলিশ শহরের বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে।
বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাস্কহীন অবস্থায় ঘোরাফেরা পাশাপাশি ৮৩৭ জনকে রাস্তায় থুতু ফেলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্রই চলে এই অভিযান।
এ বিষয়ে পৌরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, পথে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এ বিষয়ে বাজারে মাইকিং করে প্রচারে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলবে পুলিশি অভিযান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন