English

29 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

ডন ৩- তে জেমস বন্ড লুকে ধরা দেবেন রণবীর!

- Advertisements -

নাসিম রুমি: রণবীর সিং মানেই নতুন লুক নতুন ফ্যাশন। প্রতিটি সিনেমায় ভিন্ন ধরনের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন বলিউডের এই ড্যাশিং হিরো। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে।

যেখানে তাকে দেখা যাবে এক নতুন রূপে কিন্তু এরমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন উঠেছে যে, এরপরই তিনি শুরু করতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং শেষ করবেন রণবীর। এরপরই তিনি ‘ডন ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ডন ৩’ সিনেমায় রণবীরকে একেবারে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হবে। এই সিনেমায় তার চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কৃতি শ্যাননকে।

উল্লেখ্য, রণবীরের বর্তমান সিনেমা ‘ধুরন্ধর’-এর কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তার অংশের শুটিং শেষ হলেও ছবির বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলতে থাকবে আরও বেশ কিছুদিন। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর সিং।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iqig
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন