হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামের মতো প্রবাসী খেলোয়াড়রা দেশের ফুটবলে নবজাগরণ এনেছেন। এর আগে অ্যাথলেটিক্সে চমক দেখিয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান। এবার বক্সিংয়েও আসছে প্রবাসী চমক।
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিনাত ফেরদৌস আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে তিনি বাংলাদেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করেন।
জিনাত ফেরদৌসের জাতীয় বক্সিংয়ে অংশগ্রহণ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ৫২ কেজি ওজন শ্রেণিতে খেলবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’