English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

- Advertisements -

কক্সবাজারের চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লাল ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৯টায় হারবাং ইউনিয়নের লাল ব্রিজ সংলগ্ন আরএফএল ডিপোর সামনে কক্সবাজারগামী স্কয়ার কোম্পানির কাভার্ডভ্যান ও ঢাকাগামী যাত্রীবাহী ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, দুইজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা যান। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j18t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন