English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং

- Advertisements -

লাইভ কনসার্ট অনুষ্ঠানে গানের ফাঁকে শ্রোতা-দর্শকদের সঙ্গমের পরামর্শ দিয়ে আবার বিতর্কে খবরের শিরোনাম নাম হলেন র‌্যাপ সংগীতের জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং।

তিনি হচ্ছেন ‘দেশি কালাকার’, র‌্যাপ সংগীতের জাদুকর। মঞ্চে যেমন আগুন ঝরান, ঠিক তেমনই বিতর্কিত মন্তব্য করে চর্চার শিরোনামে ঠাঁই পেতে তার জুড়ি মেলা ভার। যদিও বিগত কয়েক বছরে হানি সিংকে ঘিরে নেতিবাচক চর্চা খুব কমই হয়েছে। তবে এবার লাইভ অনুষ্ঠানে গানের ফাঁকে শ্রোতা-দর্শকদের সঙ্গমের পরামর্শ দিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঝড় তুললেন।

সম্প্রতি নানকু ও করুণের দিল্লি কনসার্ট থেকে বলিউড ব়্যাপারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই এই হাড়কাঁপানো শীতে শ্রোতা-অনুরাগীদের গাড়িতে সঙ্গমের পরামর্শ দিতে শোনা গেছে এ গায়ককে।

যে মন্তব্য ভাইরাল হওয়ার পরই সামাজিক মাধ্যমে ধিক্কার পড়ে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হানি সিংকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে— উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। এ সংগীতশিল্পী আরও বলেন, তবে বন্ধুরা প্লিজ— কনডম ব্যবহার করবেন, নিরাপদে থাকবেন।

স্বাভাবিকভাবেই এ ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এহেন মন্তব্যের জেরে নেটিজেনরাও হানি সিংকে কটাক্ষ করা শুরু করেছেন।

হানিকে ‘বুড়ো’ বলে তোপ দেগে এক নেটিজেন মন্তব্য করেছেন— বয়স বাড়লে এমন ভিমরতিই হয়! আরেক নেটিজেন লিখেছেন— এতটাই অশ্রাব্য মন্তব্য যে, ভিডিওটি কারও সামনে বসে দেখা দায়।

তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের আরেকাংশ আবার হানি সিংয়ের পাশে দাঁড়িয়ে পালটা নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এমন ভাবখানা করছেন, যেন সেক্স নিয়ে কোনো আলোচনাই হয় না বন্ধুদের সঙ্গে। আরেক নেটিজেন লিখেছেন—হানি সিংকে ‘পেডো’ বলে যে তোপ দাগছেন, আদৌ এ শব্দটির মানে জানেন কি? নাকি কুল সাজার জন্য লিখেছেন?

সব মিলিয়ে গায়ক হানি সিংয়ের দিল্লির ওই কনসার্ট ঘিরে বিতর্ক তুঙ্গে। যদিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার মুখে পড়ে এখনো কোনো মন্তব্য করেননি গায়ক-ব়্যাপার।

উল্লেখ্য, ভাংড়া গানের সুরকার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন র‌্যাপার হানি সিং। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় গান গেয়ে। আর বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করান। খ্যাতির শিখরে থাকাকালীনই নাকি মাদকে আসক্ত হয়ে পড়েন হানি সিং। চণ্ডীগড়ের রিহ্যাবে বেশ কিছু দিন কাটিয়েছেন তিনি। তবে বছরখানেক আগে আবার জীবনের চেনা ছন্দে ফিরেছেন এ সংগীতশিল্পী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j5vk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হুম্মাম কাদেরের প্রার্থিতা বহাল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন