নতুন গান, নতুন পরিচয়, বড় পর্দায় নতুন স্বপ্ন—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের খবর কিছুদিন ধরে কম থাকলেও গানে ফিরেছেন তিনি নিজের মতো করে। সম্প্রতি প্রকাশিত ‘মন গলবে না’ গানটি তারই প্রমাণ।
ফারিণ বললেন, আশি–নব্বই দশকের অনুভূতি আর বর্তমান সময়কে মিলিয়ে তিনি গানটিতে ফিউশন করেছেন। আছে গল্প, শিল্প আর বাণিজ্যিক উপাদানের মিশ্রণ। তিনি বলেন, ‘আমাদের তো অনেক বাজেট সীমাবদ্ধতা। তারপরও চেয়েছি গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে কিছু করতে।’
কবির বকুলের কথায়, ইমরান মাহমুদুলের সুর–সংগীতে তৈরি গানটি প্রকাশের পর ভালো সাড়া মিলছে।
গত বছর সংগীতশিল্পী হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ফারিণ। ‘ইত্যাদি’তে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ তার প্রথম গান। সেটির সাফল্যই তাকে আরও সাহসী করেছে। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান চালুর কাজও শুরু করেছেন তিনি। নতুন গান দিয়েই সেই প্রতিষ্ঠানের যাত্রা। নাটক বা সিনেমা প্রযোজনা—এখনো নিশ্চিত নন, তবে নিয়মিত কাজের পরিকল্পনা আছে।
গানেই বড় অনুপ্রেরণা টেলর সুইফট
ফারিণ বললেন, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল গায়িকা হওয়া। স্কটল্যান্ডে টেলর সুইফটের কনসার্ট দেখার পর সেই স্বপ্ন ফের জেগে ওঠে। ‘তিনি মিউজিকে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাকে দেখে বুঝেছি, শিল্পী হিসেবে কতটা শক্তিশালী হওয়া যায়,’—বললেন ফারিণ। নতুন গান তৈরির সময় তাই পপ গায়িকা হিসেবে নিজেকে নতুনভাবে সাজাতে চেয়েছেন তিনি। ‘কপি করিনি, তবে বাণিজ্যিক দিক থেকে কিছু অনুপ্রেরণা অনেকে খুঁজে নিতে পারেন।’
অভিনয়ে স্বপ্ন—শাকিব খানের সঙ্গে সিনেমা
মেরিল–প্রথম আলো মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ফারিণ। কয়েক মাসের মধ্যেই সেই ইচ্ছা বাস্তব। তাঁর পরবর্তী সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে তিন নায়িকার একজন হচ্ছেন ফারিণ। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, ডিসেম্বরেই শুটিং শুরু হবে।
টেলিভিশনের অভিনেত্রী হিসেবে দীর্ঘ যাত্রার পর ফারিণ প্রথম বড় পর্দায় আসেন ‘ফাতিমা’ দিয়ে। এরপর কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ এবং বাংলাদেশে ‘ইনসাফ’ ছবিতে অভিনয় করেন। বললেন, ‘ইনসাফ’–এ যা শিখেছি, সবকিছু কাজে লাগবে। নাচে আরও মনোযোগ দিতে হবে।’
সাবিলা নূরের সঙ্গে এক ছবিতে দেখা যাবে কি?
সময়ের কাছাকাছি অভিনয়জীবন শুরু হলেও সাবিলা আর ফারিণকে একসঙ্গে এখনো কোনো সিনেমায় পাওয়া যায়নি। তবে দর্শকদের আগ্রহ রয়েছে। এ বিষয়ে ফারিণ বললেন, ‘কোনো পরিচালক চাইলে অবশ্যই করব। তিনি খুব ভালো অভিনেত্রী।’ এখন অপেক্ষা—কার হাত ধরে দুজনকে এক ফ্রেমে পাওয়া যাবে।
কলকাতার নতুন সিনেমা নিয়ে যদিও কথা হচ্ছে, কিন্তু ফারিণ আপাতত চুপ। শুটিং শুরু না হলে কিছু বলবেন না—এমনটাই জানালেন।
এদিকে নাটকে তার সর্বশেষ কাজ ‘প্রিয় প্রজাপতি’। ওটিটির বেশ কিছু প্রস্তাবও রয়েছে। তবে আপাতত ‘প্রিন্স’ নিয়েই ভাবছেন তিনি। তার ভাষায়, ‘ভালো পরিচালক, ভালো গল্প হলে নাটকেও কাজ করব। কিন্তু এখন সিনেমার প্রস্তুতিই সবার আগে।’
গান, অভিনয়, প্রযোজনা—সব মিলিয়ে ফারিণের সামনে নতুন এক পথ খুলে যাচ্ছে। তিনি শুধু বলছেন, এখনই সময় নিজেকে নতুনভাবে চিনিয়ে দেওয়ার।
