সক্রিয় সামরিক বাহিনীর সদস্যদের অবৈধ আদেশ প্রত্যাখ্যান করার কথা বলে একটি ভিডিও পোস্ট করার পর ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ওই ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী ‘সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহী আচরণ’ করছেন, ‘যার শাস্তি মৃত্যুদণ্ড’ পর্যন্ত হতে পারে। ট্রাম্প তাঁদের গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেন।
মঙ্গলবার প্রকাশিত ৯০-সেকেন্ডের এক ভিডিওতে আইনপ্রণেতারা বলেন, ‘আমাদের মতো, আপনারাও এই সংবিধানকে রক্ষা ও সমর্থন করার শপথ নিয়েছেন। আর এই মুহূর্তে, আমাদের সংবিধানের প্রতি হুমকি শুধু বিদেশ থেকে আসছে না, আসছে আমাদের দেশের ভেতর থেকেও।’
ক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন : ‘রাষ্ট্রদ্রোহী আচরণ, যার শাস্তি মৃত্যুদণ্ড!’ তিনি এমন একটি মন্তব্যও পুনরায় পোস্ট করেন যেখানে বলা ছিল : ‘জর্জ ওয়াশিংটন হলে তাঁদের ফাঁসিতে ঝোলাতেন!’
বৃহস্পতিবার ট্রাম্পের এই বক্তব্যের পর হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস ও সতীর্থরা বলেছেন, ‘রাজনৈতিক সহিংসতার আমেরিকায় কোনো স্থান নেই। কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের জঘন্য ও বিপজ্জনক মৃত্যুদণ্ডের হুমকির নিঃশর্তভাবে নিন্দা জানাই।’
