জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, এবার এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার শীতবস্ত্র জেলার পাঁচ উপজেলার দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
ভোরে কাজে বের হওয়া মর্জিনা বেগম বলেন, ‘গত দুই দিন ধরে দিনে সূর্যের কোনো তাপ নেই। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে, কঠিন ঠাণ্ডা। সকালে কাজে বের হলে হাত পা অবস হয়ে আসে।
ধনিপাড়া এলাকার নগেন চন্দ্র রায় বলেন, ‘এত মোটা মোটা জামা কাপড় পড়েছি তা-ও শীত কাটে না। ছেলে-মেয়ে নাতি নাতনি নিয়ে আগুন পোহাচ্ছি।’
ট্রাকচালক মজিবর রহমান বলেন, ‘সকালে কুয়াশার জন্য হেডলাইট জ্বালিয়ে চলাচল করতেও সমস্যা হচ্ছে। গতি কমিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক সময় দুর্ঘটনা ঘটছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা কমে আসতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে।’
