English

26.8 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

দুই ক্রিকেটারকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা দিলেন আমির খান

- Advertisements -

বলিউডের জনপ্রিয় মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান তার আসন্ন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর প্রচার জোরকদমে চালিয়ে যাচ্ছেন। আইপিএল ২০২৫ সালের ফাইনাল ম্যাচেও এ সিনেমাটির প্রচার করলেন অভিনেতা। সেই সঙ্গে বললেন কোন দুই খেলোয়াড় পারফেকশনিস্ট।

গতকাল মঙ্গলবার (৩ জুন) আইপিএল ২০২৫ সালের ফাইনাল ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের মধ্যে অনুষ্ঠিত হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যখন ব্যাট করছিল, তখন কমেন্ট্রি বক্সে উপস্থিত ছিলেন অভিনেতা আমির খান। ম্যাচের মাঝে তিনি তার আসন্ন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর প্রচার করেন এবং নিজে হিন্দি ও ভোজপুরি ধারাভাষ্যও দেন।

এ সময়ে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় যে, ক্রিকেট জগতের কোন খেলোয়াড়কে ‘সিতারে জমিন পার’ বা মিস্টার পারফেকশনিস্ট উপাধি দেওয়া যেতে পারে, তখন তিনি দ্বিধা ছাড়াই শচীন টেন্ডুলকারের নাম নেন। আমির বলেন, এখন পর্যন্ত আমি শচীনকেই একজন পারফেকশনিস্ট হিসেবে বিবেচনা করি এবং এখন বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহকেও পারফেকশনিস্ট হিসেবে দেখি।

২০১৩ সালে শচীন অবসর নেন, কিন্তু ক্রিকেটের কিংবদন্তি হয়ে ওঠার তার গল্প এখনো প্রতিটি তরুণের জন্য অনুপ্রেরণা। অন্যদিকে বিরাট কোহলি ক্রমাগত রেকর্ড ভেঙে নিজেকে মহান খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত করছেন। আর জাসপ্রিত বুমরাহ আইপিএল ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার রেকর্ড তৈরি করেছেন।

উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর আবারও বড়পর্দায় ফিরছেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তার সুপারহিট সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল হিসেবে বিবেচিত ‘সিতারে জমিন পার’, আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এ সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে জেনেলিয়া ডি’ সুজাকেও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jq5l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন