নাসিম রুমি: ১৯৮৯ সালে শত্রুপক্ষ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত। এরপর ১৯৯৪ সালে রক্ত নদীর ধারা, ১৯৯৬ সালে ভাই আমার ভাই, ১৯৯৯ সালে সিঁদুর খেলা এবং ২০০১ সালে গোলা বারুদ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন এই দুই তারকা।
এরপর কেটে গিয়েছে প্রায় ২৫ বছর। একসঙ্গে আর কাজ করা হয়নি। কিন্তু এবার চন্দ্রাশিস রায়ের বিজয়গড়ের হীরে ছবিতে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত। তবে এবার আর বক্স অফিসের প্রতিযোগিতা নয়, শুধুই বন্ধু হয়ে একে অপরের পাশে দাঁড়াবেন তাঁরা।
‘বিজয়গড়ের হীরে’ ছবিতে কাকাবাবুর চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ। চিরঞ্জিত অভিনয় করবেন কাকাবাবুর ঊর্ধ্বতন অফিসারের ভূমিকায়, যিনি কাকাবাবুকে রহস্যের কিনারা করে দিতে সাহায্য করবেন। একটানা না হলেও ছবির টুকরো টুকরো দৃশ্যে থাকবেন চিরঞ্জিত।
একদিকে যেমন একের পর এক ছবিতে প্রসেনজিৎ অভিনয় করছেন তেমন অন্যদিকে ধুমকেতু, হাটি হাটি পা পা ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিত। অভিনয় করেছেন নিকষ ছায়া নামক ওয়েব সিরিজেও। ভাদুড়ী মশাই চরিত্রে নজর কেড়েছেন সকলের।
