English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫
- Advertisement -

আটলান্টিকে ভয়ংকর আকার ধারণ করেছে হারিকেন ‘অ্যারিন’

- Advertisements -

আটলান্টিক মহাসাগরে উত্তর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছে ভয়ংকর আকার ধারণ করেছে হারিকেন ‘অ্যারিন’। এটি অস্বাভাবিকভাবে দ্রুত শক্তি সঞ্চয় করে শনিবার কিছু সময়ের জন্য ক্যাটাগরি ৫–এ পৌঁছেছিল, যা সর্বোচ্চ মাত্রার ঝড়। পরে এর শক্তি সামান্য কমে বর্তমানে ক্যাটাগরি ৪ পর্যায়ে রয়েছে।

মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি রাতারাতি ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে উঠেছে এবং ‘বিস্ফোরণধর্মীভাবে গভীর ও তীব্র’ আকার নিয়েছে। অথচ, শুক্রবার পর্যন্ত এটি ছিল শুধু একটি ট্রপিক্যাল স্টর্ম।

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের দ্রুত শক্তি সঞ্চয়কারী হারিকেন ক্রমেই বেড়ে চলেছে। ঝড়টি এখনো সমুদ্রে অবস্থান করলেও এর গতিপথ ও প্রভাব নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার সকাল ১১টায় এটি ক্যাটাগরি ১–এর হারিকেন ছিল, যার বাতাসের গতি ছিল ঘণ্টায় ৭৫ মাইল। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি ক্যাটাগরি-৫ এ পৌঁছায়, তখন বাতাসের গতি ছিল প্রায় ১৬০ মাইল প্রতি ঘণ্টা।

বর্তমানে অ্যারিন অ্যাঙ্গুইলা ও পুয়ের্তো রিকোর উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে এবং উত্তর-পশ্চিমমুখী হয়ে আগামী সপ্তাহে উত্তর দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই।

সিএনএন ও বিবিসি সূত্রে জানা গেছে, অ্যারিন ইতোমধ্যেই লিউয়ার্ড দ্বীপপুঞ্জ, ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিসপানিওলা ও তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও কাদাধস সৃষ্টি করেছে। এসব অঞ্চলে ট্রপিক্যাল স্টর্মের সতর্কতা জারি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যারিনকে আটলান্টিক মহাসাগরের ইতিহাসে সবচেয়ে দ্রুত শক্তিশালী হওয়া হারিকেনগুলোর মধ্যে গণনা করা হচ্ছে। যা সেপ্টেম্বরের আগে যেকোনো সময় তীব্রতা বৃদ্ধি করে আঘাত হানতে পারে।

আইওয়াল প্রতিস্থাপন চক্রের মধ্য দিয়ে যাওয়ার ফলে অ্যারিন ক্যাটাগরি ৫ শক্তিতে ফিরে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে, এটি এমন একটি প্রক্রিয়া যা ঝড়ের বায়ুক্ষেত্রের আকার বৃদ্ধি করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jy00
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন