English

28 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

বড়লেখায় বিভিন্ন মসজিদের ইমামদের প্রতি নিসচা’র সচেতনতামূলক আবেদনপত্র প্রদান

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর আলোকে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে সচেতনতা বিষয়ে মতবিনিময় এবং জুমার খুতবায় আলোচনা করতে আবেদনপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবদের নিয়ে সড়ক দুর্ঘটনারোধে জন-সচেতনতা বিষয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক আব্দুল আজিজ, নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য এমরান আহমদ প্রমুখ।

এসময় পৌর শহরের উত্তর চৌমুহনী জামে মসজিদ, এফ আর মহিসুন্নাহ একাডেমি মসজিদ, পাখিয়ালা টিলা মসজিদ, সদর ইউনিয়নের জফরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তর মুছেগুল কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদনগর কেন্দ্রীয় জামে মসজিদ, দোহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, গজভাগ দারুস সুন্নাহ মাদ্রাসা মসজিদের খতিবসহ আরও অন্যান্য জামে মসজিদের ইমাম-খতিবদের সাথে সড়ক দুর্ঘটনারোধে পবিত্র জুমার খুতবায় জনস্বার্থে সচেতনতা বিষয়ে আলোচনা করার জন্য ইমাম ও খতিবদের নিকট লিখিত আবেদনপত্র প্রদান করা হয়।

সড়ক দুর্ঘটনা রোধে জনস্বার্থে সচেতনতা বিষয়ে নিসচার এই অভিনব দূরদর্শিতার জন্য বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানান এবং নিসচার কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jz86
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন