দীর্ঘ প্রায় ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে কথা বলবেন মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। তানভীর তারেক এর গ্রন্থনা ও সঞ্চালনায় জাগো এফএম এর জনপ্রিয় সেলিব্রিটি শো রাতাড্ডায় অংশ নেবেন তিনি।
নিজের ক্যারিয়ার, সংসার ও সন্তানের মা হওয়া প্রসঙ্গে যাপিত জীবনের সংগ্রাম নিয়ে বলবেন মডেল শখ। জাগো এফ এম এর রাতাড্ডা অনুষ্ঠানে কথা বলবেন জনপ্রিয় মডেল অভিনেত্রী শখ। এ প্রসঙ্গে শখ বলেন,‘আমি ক্যারিয়ারের চুড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সাথে সাথে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারবো না। বাইরে থেকে একজন পুরুষকে কিন্তু তার এই সেক্রিফাইসটা করতে হয় না। আজ সেই বিষয়েই বলার প্রয়োজন বোধ করেছি বলেই আমি লাইভে কথা বলতে চেয়েছি। তানভীর ভাইয়ের সাথে আমার এই অবসর সময়েও নানান বিষয়ে কথা হয়েছে। তিনি খোঁজ নিয়েছেন। আমি ঘরে বসে নিয়মিত তার অনুষ্ঠান দেখতাম। তাকে মেসেজ পাঠাতাম। সেই ভাবনা থেকেই এতদিন পর প্রথম তার শোতেই কথা বলতে চেয়েছি।’
উল্লেখ্য, শখের সাথে অভিনেতা নিলয়ের বিবাহ বিচ্ছেদের পর মডেল জনকে বিয়ে করে সুখের সংসার শুরু করেন। এরপর সংসারে থিতু হবার কারণেই নিজের ক্যারিয়ারে নাটক, টিভিসি ও চলচ্চিত্রের কাজের ক্ষেত্রে দীর্ঘ বিরতি নেন। সে বিষয়েও অকপটে বলতে চান অভিনেত্রী শখ। একই সাথে ক্যারিয়ারের আগামী পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। বর্তমানে বেশ কিছু ইভেন্ট, নাটক ও টিভিসির কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।’
আজ জাগো এফএম এ রাত দশটা দুই ঘন্টার লাইভে অংশ নেবেন মডেল আনিকা কবির শখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/k3aa
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন