তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে হেলমেট ব্যবহারে উৎসাহমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের নেতৃত্বে আয়োজিত এ ক্যাম্পেইনে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতন করা হয়।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, সড়কে নিরাপত্তার জন্য হেলমেট শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি নিজের জীবনের রক্ষাকবচ। একটি মানসম্মত হেলমেট গুরুতর দুর্ঘটনাতেও প্রাণ বাঁচাতে পারে। তাই প্রতিটি মোটরসাইকেল চালক ও আরোহীর উচিত সঠিকভাবে ফিট করা মানসম্মত হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা। “হেলমেট মাথায়, নিরাপত্তা হাতে”— এই বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীরা পথচারী ও আরোহীদের মাঝে লিফলেটও বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূর আলম মোহন, সদস্য জমির উদ্দিন, এহসান আহমদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, নয়ন চক্রবর্তী, শাকিল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।