English

16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

আমি খুব অবাক হয়েছিলাম: মাহমুদউল্লাহ

- Advertisements -

নাসিম রুমি:বিপিএলের নিলামে শুরুতে দল পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দ্বিতীয় দফায় তাকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। প্রথমবার দল না পাওয়ায় অবাক হয়েছিলেন মাহমুদউল্লাহ। তার মতে, পারফরম্যান্সের বিচারে বিপিএলের দল পাওয়া যোগ্য তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, আমি নিলামটি দেখছিলাম। সত্যি বলতে আমি খুব অবাক হয়েছিলাম। কারণ গত দুই বছর, এমনকি গত তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান যদি দেখেন, আমার মনে হয় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও ওই সময়টায় আমার কাছাকাছি ছিল না। স্ট্রাইকরেট, গড় কিংবা রানে।

বিপিএলের নিলামে প্রথমে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। পরে তাদের প্রতি সম্মান রেখে রংপুর রাইডার্সের কর্মকর্তা ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুই ক্রিকেটারকে আবারও ‘বি’ ক্যাটাগরিতে তোলা হয়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সে যুক্ত হন মাহমুদউল্লাহ।

এই জন্য রংপুর ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ শুরুতে আমাকে কেউ নেয়নি, তারপর তারা আমাকে এই সুযোগটা দিয়েছে।

তিনি আরও বলেন, আমি বিপিএল খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে– ফ্র্যাঞ্চাইজি ও টিম মালিকদের জন্য, কোচ আর অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k6hf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন