মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশ এলাকা। চলছে উদ্ধার অভিযান। তবে আফটারশকের কারণে সেখানের মানুষের আতঙ্ক কমছে না। এমন পরিস্থিতিতে ঘরে ফিরতে ভয় পাচ্ছে তারা।
মারাকেশ থেকে আল-জাজিরার সাংবাদিক জোনাহ হাল জানিয়েছেন, পুরোনো শহরের এক কেন্দ্রীয় স্কয়ারে প্রচুর মানুষ দেখা গেছে। শনিবার এখানেই তাদের রাত কেটেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/k6pf