English

27.3 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
- Advertisement -

জুতোর ভেতর লুকিয়ে ছিল সাপ, ছোবলে যুবকের মৃত্যু

- Advertisements -

ভারতের বেঙ্গালুরুর বানারঘাটা এলাকায় এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে মঞ্জু প্রকাশ (৪১) নামে এক আইটি কর্মীর। জুতার ভেতরে লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে প্রাণ হারান তিনি।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (৩০ আগস্ট)। মঞ্জু প্রকাশ পেশায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর একজন অভিজ্ঞ কর্মী ছিলেন। তিনি বেঙ্গালুরুর রঙ্গনাথ লেআউট এলাকায় বসবাস করতেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে বাড়ির কাছেই একটি আখের রসের দোকানে গিয়েছিলেন মঞ্জু। সেখান থেকে বাড়ি ফিরে দুপুর একটা নাগাদ বাইরে জুতা খুলে ঘরের ভেতর ঢোকেন। কিছুক্ষণ পরেই নির্মাণকাজের জন্য বাড়িতে আসেন কয়েকজন শ্রমিক।

তাঁরাই দেখতে পান মঞ্জুর জুতার পাশে একটি সাপ পড়ে আছে। কাছে গিয়ে দেখতে পান সাপটি মৃত। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তাঁরা দৌড়ে গিয়ে মঞ্জুর ঘরে যান। সেখানে তাঁকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

পরিবার জানায়, মঞ্জুর মুখ দিয়ে ফেনা ও গ্যাঁজলা বের হচ্ছিল। তাঁর এক পায়ে সাপের কামড়ের দাগও ছিল স্পষ্ট। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় একটি অদ্ভুত দিক হলো, মঞ্জু প্রকাশ সাপের কামড় বুঝতেই পারেননি। পরিবারের দাবি, ২০১৬ সালে এক বাস দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। তখন একটি অস্ত্রোপচারের পর থেকে তাঁর একটি পায়ের অনুভূতি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওই পায়েই সাপটি কামড়েছিল, ফলে তিনি ব্যথা টের পাননি।

পরিবারের ধারণা, মঞ্জু যখন জুতা পরেন, তখনই হয়তো অসাবধানতাবশত পায়ের চাপেই মারা যায় বিষধর সাপটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k83h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন