English

32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদ উপদেষ্টা

- Advertisements -

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় স্থানে বাধ নির্মাণ করা হবে। এছাড়াও, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও রেগুলেটর মেরামতেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতে বাঁধ ভেঙে যাতে বন্যা না হয়, সেজন্য সমীক্ষা এবং আধুনিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থাগুলো এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে।

২২ সেপ্টেম্বর, রবিবার, সাম্প্রতিক বন্যায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত ফেনী রেগুলেটর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে অবৈধ এবং নিয়মনীতি বিহীনভাবে বালু উত্তোলনের ফলে বাঁধ ক্ষতিগ্রস্থ হয়। এজন্য বাঁধ রক্ষায় অবৈধ লিজ বাতিল করা হবে। বালু মহালের কারণে বাঁধে ভাঙ্গন সৃষ্টি বালু উত্তোলন বন্ধ করা হবে। তিনি বলেন, নদীর অবৈধ দখলও উচ্ছেদ করা হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ বাধ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এরপূর্বে সকালে ফেনী জেলার পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর ও বল্লামুখা এলাকায় ক্ষতিগ্রস্ত বাধ ও স্থান পরিদর্শন করেন। তিনি এসময় বলেন, সময়মত বন্যার তথ্য দেওয়ার জন্য ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানানো হবে। এছাড়াও, তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ একরাম হোসেন কাওসারের পিতামাতার সাথে সাক্ষাৎ করার জন্য ফেনী জেলার পরশুরাম উপজেলার পাগলীরকুল গ্রামে তাদের বাড়িতে যান। তিনি এসময় পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

পরিদর্শনের সময় সৈয়দা রিজওয়ানা হাসান স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kdiu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন