বিএনপি প্রার্থীর ভরাডুবির মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজিপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থীর জয়ী হয়েছেন। ১৭১টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় ১৮৮৩২৫ বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থী সেলিম রেজা ভোট পেয়েছেন ৪৮৬।
আজ বৃহস্প্রতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
এ আসনে মোট ১৭১টি কেন্দ্রে মোট ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করন। স্বাধীনতা পর থেকে নিরুংকুশভাবে এ আসনে আজ পর্যন্ত নৌকার প্রার্থী বিজয়ী হয়ে আসছে।
উল্লেখ্য, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যে মোহাম্মাদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/keyb
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন