English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

টানা দাবদাহে চুয়াডাঙ্গায় দুর্বিষহ জনজীবন, আজ ৪১ ডিগ্রি

- Advertisements -

টানা দাবদাহে পুড়ছে চুয়াডঙ্গা। জেলাতে টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রায় ওঠানামা করছে। বৃহস্পতিবার বেলা ৩টায় ৪১ এবং দুপুর ১২টায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চৈত্রের শেষে প্রচণ্ড গরম পড়েছে।

Advertisements

এ গরম চুয়াডাঙ্গার সর্বত্র, দু-এক দিনের মধ্যে কমার লক্ষণ নেই। জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দাবদাহের কারণে ধানের শিষ পুড়ে যাচ্ছে। সবজিরও ক্ষতি হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। জেলা প্রশাসন থেকেও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হয়েছে।

Advertisements

আরও এক সপ্তাহ এমন দাবদাহ থাকতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। কোনোভাবেই তাপমাত্রা কমছে না জেলায়।

প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মাঝারি দাবদাহ চলমান রয়েছে। সূর্যের প্রখরতা বেশি। সড়কে ও বাইরে চলাচল করা কঠিন হয়ে পড়ছে। পিচঢালা রাস্তা দিয়ে উঠছে গরমের উষ্ণতা। বৃহস্পতিবার বেলা ৩টায় ৪১ এবং দুপুর ১২টায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ১৫ শতাংশ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন