বেনাপোলের নাভারন গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ট্রাক চাপায় নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের আয়োজনে বেনাপোল-কলকাতা সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান বলেন, সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর জন্য নাভারন গার্লস স্কুলের মেধাবী ছাত্রী সামিয়া আক্তার শেফা ট্রাক চাপায় মারা যায়। এ ঘটনায় শেফাকে বহনকারী ভ্যানচালকও মারা যায়।
তিনি বলেন, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদসহ সাধারণ মানুষকে করোনা থেকে সচেতন করতে মাস্ক ছাড়া স্কুলসহ অন্যান্য জায়গায় যাতে প্রবেশ করতে না পারে সেজন্য মানববন্ধন করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক নজরুল ইসলাম, এনামুল হক, শরিফুল ইসলাম, আল মামুন প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন