চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মসজিদের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি মুসলিম সমাজের নৈতিকতা, ঐক্য এবং মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র।” তিনি এলাকাবাসীকে নিয়মিত মসজিদমুখী হওয়া এবং ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদের পেশ ইমাম মাওলানা কারী হাবিবুর রহমান মেশকাত, মসজিদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেদায়েত উল্লাহ মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আধুনিক নকশা ও নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি সাহাপুর গ্রামসহ আশপাশের এলাকার মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। মসজিদ নির্মাণে অর্থায়ন করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটোয়ারি।
উদ্বোধন উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মসজিদকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
