English

22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
- Advertisement -

সবাই ছেড়ে চলে যাচ্ছে: অমিতাভ বচ্চন

- Advertisements -

নাসিম রুমি: একের পর এক স্বজনবিয়োগ। পুরনো সম্পর্কগুলো যেন আলগা হয়ে যাচ্ছে। শনিবারই প্রয়াত হন অভিনেত্রী কামিনী কৌশল। সেই দেশভাগের সময় থেকে বচ্চনদের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তার।

অভিনেত্রীর প্রয়াণে শনিবার শোকপ্রকাশ করেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। কিছু দিন আগে অভিনেতা বিরক্তি প্রকাশ করেছেন অসুস্থ ধর্মেন্দ্রের ভিডিও প্রকাশ্যে আসা নিয়ে।

এবার কামিনী কৌশলের চলে যাওয়ায় শোকপ্রকাশ করে লেখেন, ‘‘একে একে সকলে ছেড়ে চলে যাচ্ছেন। ’’

কামিনী কৌশলের দিদির সঙ্গে অমিতাভের মায়ের নাকি সখ্য ছিল।

দেশভাগের সময় থেকে একে অপরের শুভানুধ্যায়ী তারা। অমিতাভ তার পোস্টে কামিনীর জীবনের একটা অধ্যায় তুলে ধরে লেখেন, ‘‘কামিনীজির দিদি আমার মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। তারা সহপাঠী ছিলেন। সেই সময় তারা সমমনস্ক একটি গোষ্ঠী তৈরি করেছিলেন।ওর দিদি দুর্ভাগ্যজনক ভাবে এক দুর্ঘটনায় মারা যান এবং তখনকার প্রথা অনুযায়ী, এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে মৃত দিদির স্বামীকে বিয়ে করতে হয় তাকে (কামিনীকে)। ’’

অমিতাভ তার পোস্টে উল্লেখ করেন, কামিনী অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। তার মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল। একজন শিল্পী হিসাবে নয়, বরং মায়ের সম্পর্কিত এই আত্মীয়বিয়োগ যেন পীড়া দিচ্ছে অমিতাভকে। কামিনীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শাহেদ কাপুর, কিয়ারা আদভানির মতো নতুন প্রজন্মের তারকারাও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kl8u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন