নাসিম রুমি: ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও বেশ সুখ্যাতি রয়েছে এই তারকার। সামাজিক মাধ্যমেও ভালোই সরব থাকেন তিনি। এবার নতুন করে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জানান দিলেন আলোচিত এই চিত্রনায়িকা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী। সেই পোস্টে নিজেকে লাল পোশাকে নান্দনিক রূপে মেলে ধরেন তিনি। পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।’
গ্ল্যামারাস লুকের ছবিগুলোতে দেখা যায়, বুবলীর পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট। সঙ্গে মাথায় যুক্ত করেছেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যাতে রয়েছে সাদা মুক্তার কাজ ও পালক।
নতুন লুকে প্রিয় তারকাকে দেখে পোস্টের মন্তব্যের ঘরে তার ভক্ত-অনুরাগীদের বুবলিকে প্রশংসায় ভাসাতে দেখা গেছে। উল্লেখ্য, সামনে এই তারকার বড়পর্দায় একাধিক ছবি মুক্তির কথা রয়েছে। এর মাঝেই নিজেকে নতুন রূপে তুলে ধরলেন তিনি।
