English

27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
- Advertisement -

রাজনৈতিক দলকে তাঁদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে

- Advertisements -

নিরাপদ সড়ক চাই দীর্ঘ ৩২ বছরের পথপরিক্রমায় সামাজিক দায়বদ্ধতা থেকে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে যে আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় আজ ৩০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি সমাপ্ত ও সড়ক দুর্ঘটনা নিরসনে রাজনৈতিক সদিচ্ছা
জরুরি শিরোনামে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা প্রতিষ্ঠাতা সদস্য জনাব লিটন এরশাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আইয়ুব ভূঁইয়া, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও জনাব এম খালিদ মাহমুদ, প্রোগ্রাম ম্যানেজার, রোড সেইফটি, ব্রাক।

অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব এডভোকেট তৌফিক আহসান টিটু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা সদস্য জনাব মান্নান ফিরোজ। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা’র মহাসচিব জনাব এস এম আজাদ হোসেন।


আলোচনা সভায় কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি
তার বাবা নিসচা’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা সকলের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে মূল বক্তব্যে তুলে ধরা হয় ০১ অক্টোবর ২০২৫ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে মাসব্যাপী যে ১২০০টি কর্মসূচী হাতে নেয়া হয়েছিলো তার মধ্যে এবার নিসচা সারাদেশে ১১৬৫টি
কর্মসূচী সফলভাবে পালন করেছে।

কর্মসূচিতে এবার সারাদেশে যে ৩টি বিষয়ের উপর জোর দিয়েছে তা হলো মাদ্রাসা শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় এবং শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান, রাস্তার বাঁকে দুর্ঘটনাপ্রবণ যেসব স্থানে ঝেঁপঝাড় রয়েছে তা পরিষ্কার এবং সড়কের বিপদজনক স্থানে সাংকেতিক চিহ্নগুলোর পাশাপাশি মাইলফলক দৃশ্যমান করা, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও পথচারিদের পারাপারে জেব্রাক্রসিং স্থাপন ও দৃশ্যমান করা।

এছাড়া নিসচা কর্তৃক পালিত উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ হচ্ছে- চালকদের প্রশিক্ষণ, স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ, রোড ক্যাম্পেইন, সচেতনতামূলক লিফলেট বিতরণ, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, হেলমেট বিতরণ, সড়ক নিরাপত্তামূলক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, পরিবহন মালিক-শ্রমিকদের করণীয় সম্পর্কে মত বিনিময়, বাস ও ট্রাক টার্মিনালে গিয়ে সচেতনতামূলক কর্মসূচীতে অংশগ্রহণ, প্রশাসনের সাথে মত বিনিময়সহ সরকারিভাবে পালিত ২২ অক্টোবরের কর্মসূচিতে অংশগ্রহণ। বিশেষ করে সকল কর্মসূচিতে রাজনৈতিক সদিচ্ছা ও জনসচেতনতার উপর জোর দেয়া হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) তিন দশকের পথচলায় এই সংগঠন সড়কের নিরাপত্তার কথা বলে আসছে। নিসচা মনে
করে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছাই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার। আর একথাই আমাদের
প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন কয়েক বছর ধরে বলে আসছেন। যত আইনই প্রণয়ন করা হোক, যদি তা প্রয়োগে
রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তবে কোনো পরিবর্তন আসবে না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সব দলের
রাজনীতিবিদদের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন। রাজনীতিবিদদের নীতি ও সিদ্ধান্তই প্রশাসনের কার্যক্রমকে
প্রভাবিত করে। এ ক্ষেত্রে তাঁরা যদি আন্তরিকভাবে সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠায় পরিবহন সেক্টরকে শৃঙ্খলায় আনতে
সম্মিলিত উদ্যোগ নেয় তবেই সম্ভব হবে। বিশেষ করে বিগত সময়ের মত যেন পরিবহন সেক্টরকে ঘিরে কোন
দানবের এবং দানব গোষ্ঠীর জন্ম না হয় বা যারা অতীতে এই সেক্টরকে শোষণ করে সড়ককে রাজনৈতিক হাতিয়ার
হিসেবে ব্যবহার করেছে। সড়ক নিরাপত্তা কোনো দলের ইস্যু নয়, এটি জাতির ইস্যু। এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

প্রতিটি রাজনৈতিক দলকে তাঁদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে
কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে নিসচা দাবী করে। নিসচা বিশ^স করে এক্ষেত্রে গণমাধ্যমের ভ‚মিকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। মিডিয়া সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। গণমাধ্যম রাজনীতিবিদদের নীতি নির্ধারণে
দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করতে পারে।

টেলিভিশন, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই সচেতনতা সৃষ্টি করা সম্ভব। প্রতিবেদনের পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা রাজনীতিবিদদের অঙ্গীকার ও বাস্তব কর্মের মধ্যে ব্যবধান তুলে ধরা সম্ভব। এতে জনগণের মধ্যে চাপ ও সচেতনতা দুই-ই বাড়বে বলে নিসচা আশা রাখে। সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম রাজনীতিবিদদের নৈতিকভাবে সঠিক পথে থাকতে সহায়তা করতে পারে। জনগণের আস্থা অর্জনকারী গণমাধ্যম রাজনৈতিক সদিচ্ছা জাগিয়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে বলে অনুষ্ঠানে সাংবাদিক সমাজের অভিভাবকদের কাছে বিষয়গুলো তুলে ধরে আন্তরিক সহযোগিতা কামনা করেন নিসচা।

নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখায় এ বছর ০৯ জন সড়ক যোদ্ধা ও
দুই ক্যাটাগরিতে কর্ম মূল্যায়নে ২৯টি শাখাকে বিশেষ সম্মাননার জন্য মনোনীত করেছে। সড়ক যোদ্ধারা হলেন
জনাব এম নাহিদ মিয়া (ধামরাই উপজেলা শাখা), জনাব তাহমিদ ইশাদ রিপন (বড়লেখা উপজেলা শাখা), জনাব খান মহিদুল ইসলাম (ডুমুরিয়া উপজেলা শাখা), জনাব এডভোকেট তৌফিক আহসান টিটু (রাজশাহী জেলা শাখা),
জনাব মোঃ আলাল উদ্দিন (ভৈরব উপজেলা শাখা), জনাব এম জামাল হোসেন মন্ডল (টংগিবাড়ী উপজেলা শাখা), জনাব শফিক আহমেদ সাজীব (চট্টগ্রাম মহানগর শাখা), জনাব রকিকুল ইসলাম সোহাগ (বগুড়া জেলা শাখা) ও জনাব ইসমাইল হোসেন (সাভার উপজেলা শাখা)।

বিশেষ সম্মাননা প্রাপ্ত শাখাগুলো হচ্ছে এ ক্যাটাগরিতে ১) ধামরাই উপজেলা শাখা, ২) বড়লেখা উপজেলা শাখা,৩) ডুমুরিয়া উপজেলা শাখা, ৪) রাজশাহী জেলা শাখা, ৫) ভৈরব উপজেলা শাখা, ৬) সাভার উপজেলা শাখা, ৭) ফেনী জেলা শাখা, ৮) দাগনভ‚ঞা উপজেলা শাখা, ৯) চট্টগ্রাম মহানগর শাখা, ১০) বগুড়া জেলা শাখা, ১১) কাহালু উপজেলা শাখা, ১২) জয়পুরহাট জেলা শাখা, ১৩) খুলনা মহানগর শাখা, ১৪) খুলনা জেলা শাখা, ১৫) কুষ্টিয়া জেলা শাখা, ১৬) বরিশাল জেলা শাখা, ১৭) টংগিবাড়ী উপজেলা শাখা, ১৮) দাউদকান্দি উপজেলা শাখা ১৯) কিশোরগঞ্জ জেলা শাখা ও ২০ পতত্নীতলা উপজেলা শাখা এবং বি ক্যাটাগরিতে ১) কুমিল্লা জেলা শাখা, ২) রামগঞ্জ উপজেলা শাখা, ৩) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, ৪) ময়মনসিংহ জেলা শাখা, ৫) শ্রীমঙ্গল উপজেলা শাখা, ৬) নান্দাইল উপজেলা শাখা, ৭) নারায়ণগঞ্জ জেলা শাখা, ৮) ঠাকুরগাঁও জেলা শাখা, ৯) চুয়াডাঙ্গা জেলা শাখা ও ১০) রংপুর জেলা শাখা। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান যথাক্রমে সাদেক হোসেন
বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, একে আজাদ, অর্থ সম্পাদক মোঃ
আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির যুগ্ম
আহবায়ক যথাক্রমে মোঃ কাইয়ুম খান ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, সহ সাংগঠনিক
সম্পাদক কামাল হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক এড. দীপক কুমার সরকার, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নাসিম রুমি, আসাদুর রহমান, আব্দুর রাজ্জাক, নুরুল হুদা, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ কামরুজ্জামান প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kpn9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন