এ কে আজাদ: বিশিষ্ট অভিনেতা ও চিত্রপরিচালক সিরাজ হায়দার-এর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৮ সালের ১১ জানুয়ারি তারিখে, ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুদিবস-এ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
সিরাজ হায়দার ১৯৪৮ খ্রিষ্টবাদের ৬ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের মিরকাদিম-এ জন্মগ্রহণ করেন। ১৯৬২ খ্রিষ্টবাদে নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে ‘টিপু সুলতান’ নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে প্রথমবারের মত অভিনয় শুরু করেন।
মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু ।
সিরাজ হায়দার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুখের সংসার’। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এই চলচ্চিত্রে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেন।
তাঁর অভিনীত অন্যান্য ছবিগুলোর মধ্যে- খোকা সোনা, আদম বেপারী, আইন আদালত, তুমি বড় ভাগ্যবতী, টপ টেরর, দুর্দান্ত দাপট, আজকের প্রতিবাদ, আনন্দ অশ্রু, ভালোবাসার ঘর, গুণ্ডার প্রেম, জীবন যেখানে, আম্মাজান, লাল চোখ, নির্মম, বাস্তব, মন দিয়েছি তোমাকে, কোটি টাকার ফকির, প্রাণের চেয়ে প্রিয়, রঙ্গীন সুজন সখী, পাগল মন, ক্ষুদে যোদ্ধা, প্রিয়াংকা, হাজার বছর ধরে, মনের মাঝে তুমি, শত্রু শত্রু খেলা, এইতো প্রেম, কোটি টাকার প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, কিস্তিমাত, মেন্টাল, অপমানের জ্বালা, ক্রাইম রোড, রুদ্র দ্য গ্যাংস্টার, কার্তুজ, ভালোবাসা ডটকম অন্যতম।
এই গুণি অভিনেতা চলচ্চিত্র ছাড়াও টেলিভিশন, মঞ্চ, রেডিও ও যাত্রাতেও অভিনয় করেছেন এবং মঞ্চ নাটক নির্দেশনাও দিয়েছেন। ১৯৭৬-এ তিনি ‘রঙ্গনা নাট্যগোষ্ঠী’ প্রতিষ্ঠা করেছিলেন। পরিচালনা করেছিলেন ২টি চলচ্চিত্রও। তাঁর পরিচালিত ছবি- আদম ব্যাপারী ও সুখ।
প্রতিভাবান অভিনেতা সিরাজ হায়দার তাঁর কর্ম ও অভিনীত চলচ্চিত্রের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন বছরের পর বছর ধরে।
