English

29.7 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

বুধবার সিলেটের দুই ল্যাবে বিভাগের ৯৯ জনের করোনা পজেটিভ

- Advertisements -

বুধবার (১৯) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বুধবার নমুনা পরিক্ষায় ২৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, মৌলভীবাজারের ১জন ও সুনামগঞ্জ জেলার ১জন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ২৬৮ টি নমুনা পরীক্ষায় ৭৩ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৬ জন সিলেট জেলার ১১ জন ও মৌলভীবাজার জেলার ২১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩৭ জন।এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ১৬৬ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৮৪৬ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৪১৩ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ২৯০ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২২, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৪ হাজার ৮৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৭৩০, সুনামগঞ্জে ১৩৯৮, হবিগঞ্জে ৯২০, মৌলভীবাজারে ৭৯২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ktbd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন