English

15.9 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
- Advertisement -

কাল হজে যাচ্ছেন নিশাত নাওয়ার সালওয়া

- Advertisements -

আগামীকাল (৮ জুন) পরিবারের সঙ্গে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত অভিনয়শিল্পী নিশাত নাওয়ার সালওয়া। বিষয়টি সালওয়া নিজেই নিশ্চিত করেছেন।

সালওয়া বলেন, ‘আমার মা-বাবা এবার হজে যাচ্ছে। সঙ্গে আমিও যাচ্ছি।

আগামী ৮ তারিখে আমার সৌদি আরবের ফ্লাইট। আমার জন্য সকলে দোয়া করবেন, যেন ভালোভাবে হজ সম্পন্ন করে ফিরে আসতে পারি। ’

হজ থেকে ফিরে অভিনয়ে নিয়মিত থাকবেন কি না? এমন প্রশ্নের জবাবে সালওয়া বলেন, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা সেটা তো আমাকে করতেই হবে।’

গত বছরের নভেম্বরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে দেখা যায় সালওয়াকে।

নিশাত নাওয়ার সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানার-আপ। বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন সালওয়া। পরে এই ছবির পরিচালক বদলে যায়। পরে ছবির নামও বদল করে  ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ করা হয়।

এই ছবির শুটিং শেষ হয়েছে। রয়েছে মুক্তির তালিকায়। কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে অভিনয় করেছেন তিনি। যদিও ছবিটি এখনো শেষ করা যায়নি। এ ছাড়াও তার অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kx7d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন