বেছে নিন সঠিক পাত্র
চিনি রাখার জন্য বায়ুনিরোধক কাচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন। পাত্রের ঢাকনা যেন শক্ত করে বন্ধ হয়, তা নিশ্চিত করুন।এতে আর্দ্রতা ঢুকবে না, এবং পিঁপড়াও দূরে থাকবে।
লবঙ্গ দিন চিনির পাত্রে
লবঙ্গের গন্ধ পিঁপড়ার অপছন্দ। চিনির কৌটোর মধ্যে ২-৩টি লবঙ্গ রেখে দিলে তারা আর কাছে ঘেঁষবে না।
তেজপাতার গন্ধেও কাজ হয়
তেজপাতার ঝাঁঝালো গন্ধও পিঁপড়াদের প্রতিরোধ করে।
চিনির পাত্রে একটি বা দুইটি শুকনা তেজপাতা রাখুন।
রসুনের ব্যবহার
রসুনের কোয়া চিনির কৌটোর আশেপাশে রাখুন। চাইলে রসুন গুঁড়ো করে পানিতে ফুটিয়ে সেই পানি ঠাণ্ডা করে স্প্রে বোতলে ভরে চিনির পাত্রের বাইরের দিকে ছিটিয়ে দিতে পারেন।
ভিনেগার ট্রিক
একটি কাপড়ে হালকা ভিনেগার ছিটিয়ে চিনির কৌটোর নিচে রাখুন। ভিনেগারের গন্ধ পিঁপড়ারা সহ্য করতে পারে না, তাই তারা সেই জায়গা এড়িয়ে যাবে।