English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

রূপচর্চায় ট্রেন্ডিং শিট মাস্ক, সঠিক উপায়ে ব্যবহার না করলেই বিপদ

- Advertisements -

অফিস থেকে সোজা যেতে হবে কোনো অনুষ্ঠানে। কিংবা প্রচণ্ড গরম থেকে বাড়ি ফিরতে হবে। চটজলদি ত্বকের জেল্লা বাড়াতে শিটমাস্কের ওপর ভরসা রাখেন অনেকেই। কারণ, শিটমাস্ক ব্যবহারের ক্ষেত্রে বিউটি পার্লারে যাওয়ার ঝক্কি নেই। আবার খরচও খুব বেশি নয়। কিন্তু রূপটান শিল্পীদের মতে, যেভাবে ইচ্ছা হল আর শিট মাস্ক লাগিয়ে ফেললে লাভ কিছুই হবে না। চলুন জেনে নেই শিট মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম।

১. অবশ্যই আপনার ত্বকের চরিত্রের কথা মাথায় রেখে শিট মাস্ক বাছুন। নইলে কোনো কাজই হবে না। পরিবর্তে ত্বকের ক্ষতিই হবে বেশি।

২. বাজার থেকে শিট মাস্ক কিনে আনার পর সঙ্গে সঙ্গে তা ব্যবহার করবেন না। কিছুক্ষণ ফ্রিজে রাখুন। ঠান্ডা হলে তবেই তা মুখে লাগান। তাতে ত্বক অনেক বেশি ঝকঝকে লাগবে।

৩. মুখ ভালো করে না ধুয়ে ভুলেও শিট মাস্ক লাগাবেন না। তাতে লাভ কিছুই হবে না। তাই শিট মাস্ক লাগানোর আগে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।

৪. শিট মাস্ক লাগানোর সময় ভালো করে খেয়াল করুন তা চোখ, নাক, ঠোঁট ঢাকা দিয়ে রয়েছে কিনা। শিট মাস্কের ভিতরে থাকা অতিরিক্ত হাওয়া বের করে দিন। ভালো করে ত্বকের উপর চেপে লাগান। নইলে লাভ কিছুই হবে না।

৫. শিট মাস্ক ব্যবহারের পর হাতে অতিরিক্ত সিরাম লেগে থাকে। তা ধুয়ে ফেলবেন না। পরিবর্তে ওই হাত আপনার ঘাড়, গলা, কনুইয়ে ঘষে নিন। তাতে ত্বক নরম এবং উজ্জ্বল হবে।

এবার একনজরে দেখে নেওয়া যাক শিট মাস্ক ব্যবহারের সুফল

  • রোজ রোজ যারা ত্বকের যত্ন নিতে পারেন না, তাদের কাছে ব্রহ্মাস্ত্র শিট মাস্ক।
  • ত্বকের শুষ্কতা দূর করে, আর্দ্রতা ফেরাতে সাহায্য করে।
  • শিট মাস্ক ব্যবহারে ত্বক আরও উজ্জ্বল ও মোলায়েম করে।
  • ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/f9wc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন