English

37 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

আপেল নাকি পেয়ারা: কোনটিতে ভিটামিন ‘সি’ বেশি

- Advertisements -

নাসিম রুমি: পেয়ারা ও আপেল ফল খেতে কম-বেশি সবাই পছন্দ করে। দুটি ফলেই নানা ভিটামিনের উৎস। খেতেও বেশ সুস্বাদু।

আপেল খুবই পরিচিত একটি ফল। বিদেশি ফল হলেও আমরা অনেকেই নিয়মিত খাই এটি। নানা কারণে মানুষ আপেল পছন্দ করে। এটি অনেক বেশি সহজলভ্য, সব ঋতুতেই পাওয়া যায়, আর খাওয়াটাও সহজ। যদিও আপেল বিদেশি ফল, বাংলাদেশেও আপেলের চাষ হচ্ছে কিছু কিছু জায়গায় স্বল্প পরিসরে।

আপেলে পানির পরিমাণ অনেক বেশি থাকে। ফলটির ৫০ থেকে ৬০ শতাংশই পানি। ফাইবার থাকে অনেক বেশি।

Advertisements

আপেলে রয়েছে ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্সও আছে।

সবুজ আপেলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি কেউ দিনে একটা করে আপেল খায় তাহলে দেখা যায়, জটিল বা বয়সজনিত রোগব্যাধি বাদে মোটামুটি সব ধরনের অসুখ-বিসুখ থেকে তার শরীর রক্ষা পায়।

অন্যান্য ফলের তুলনায় আপেলে কার্বোহাইড্রেট, ফ্যাট অল্প পরিমাণে আছে, বলা যায় না থাকার মতই।
আপেলে থাকা ফাইবার শরীর থেকে খারাপ ফ্যাট বের করে দিতে সাহায্য করে। হার্টের রোগ, হাই ব্লাডপ্রেশার থেকে রক্ষা করে আপেল।

আপেলে চিনির পরিমাণ কম থাকে। সেকারণে যাদের ডায়াবেটিস আছে তারা অন্যান্য মিষ্টি ফলের তুলনায় আপেল একটু বেশি পরিমাণে খেতে পারেন।

Advertisements

পেয়ারায় প্রচুর পানি থাকে, যা আপেলের চেয়েও বেশি। এর প্রায় ৭০ শতাংশ পানি। ফাইবারের পরিমাণও অনেক বেশি।

প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পেয়ারায়। আর ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে থাকে অল্প পরিমাণে। ফ্যাট নেই পেয়ারায়।

পেয়ারা কম মিষ্টি আপেলের তুলনায়, এর চিনি কম। এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব ভালো।
পানির পরিমাণ, ফাইবার, ভিটামিন এই উপাদানগুলো আপেল ও পেয়ারায় প্রায় সমান। কিন্তু আপেলের তুলনায় পেয়ারায় অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সির পরিমাণ অনেক বেশি। আপেলের চেয়ে পেয়ারায় ভিটামিন সি কয়েকগুণ বেশি পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আপেলের চেয়ে পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন